এই বয়সে তার সিনেমা রিলিজ হয় এবং সেই সিনেমা রেকর্ড ব্রেকিং ওপেনিংও দেয়।এত বুড়ো বয়সে সারা বিশ্বের কোন নায়ক এমন স্টারডম দেখাতে পারে নি।
আগের সিনেমার জেইলার ওয়ার্ল্ডওয়াইড ৬০০ কোটি আয় করে অলটাইম ব্লকবাস্টার ছিলো।নতুন রিলিজ পাওয়া Vettaiyan তিন দিনে ১৫০ কোটি আয় করছে।আজকে হলিডেও ৫০ কোটি আসবে।সিনেমাটি হিট হতে ৩২৫ কোটি গ্রোস লাগবে।
৭৩ বছর বয়সী বলিউড, হলিউডের অনেক নামী অভিনেতা ক্যারেকটার অভিনেতা হিসেবে অভিনয় করে, সেখানে রজনী স্টিল নায়ক হিসেবে পর্দায় আসছেন।সামনে আসছে লোকেশ কানাগারাজের কুলি।এটাও সিউরশট ব্লকবাস্টার হবে।
বুড়ো বয়সে এসে আরো একবার এই জেনারেশন কে স্টারডম দেখালো সুপারস্টার রজনীকান্ত
0 মন্তব্যসমূহ