পল্লীকবি জসীমউদ্দীনের অমর সৃষ্টি 'আসমানী' কবিতার বাস্তব চরিত্র 'আসমানী বেগম' ২০০২ সালে তাঁর নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন।
জসীমউদ্দীন এর নানা সাহিত্য কর্মে কালজয়ী নানা চরিত্র যেমন রুপাই, সাজু, হাজেরা বিবি, গণি মিয়া এবং আসমানী। এসব চরিত্র পল্লীকবি এঁকেছিলেন বাস্তবের মানুষ দেখেই।
তাই তো আসমানীকে নিয়ে লিখেছিলেন আসমানী কবিতা -
"আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি,
একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।
একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে,
তারি তলে আসমানীরা থাকে বছর ভরে।
পেটটি ভরে পায় না খেতে, বুকের ক-খান হাড়,
সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার।।
ঠিক যেন কবিতায় যা লিখেছিলেন পল্লীকবি তাই ফুটে উঠেছে এই ছবিতে। কবিতায় লেখা প্রতিটি লাইনের বাস্তব চিত্র বহন করা এই ছবিটি ২০০২ সালে তুলেছিলেন আলোকচিত্রী সরকার মন্টু ভাই। তখন আর পল্লীকবি বেঁচে নেই কিন্তু বেঁচে ছিলেন পল্লীকবির বাস্তব চরিত্র আসমানী বেগম।
দীর্ঘদিন হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগে সবশেষে ২০১২ সালে বিদায় নেন পল্লীকবির অমর সৃষ্টি 'আসমানী' কবিতার বাস্তব চরিত্র আসমানী বেগমও।
কবিরা তাঁদের কবিতায় সমাজের নানা দৃশ্য তুলে ধরেন, অসঙ্গতি দূর করতে চান। কবিতার মাধ্যমেই দেশ থেকে অন্ধকার তাড়ানোর মশাল জ্বালান। মানুষের মাঝে সাহস যোগান। পল্লীকবিও করেছিলেন। কিন্তু আমরা দায় এড়িয়ে গিয়েছি। তাই তো আসমানীদের আর ভাগ্যের তেমন কোনো পরিবর্তন ঘটেনি!
তাঁরা আজ স্বশরীরে কেউ বেঁচে নেই তবে তাঁরা সকলেই বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে স্থান করে নেয়া পল্লীকবির সাহিত্য কর্মে।
© গিরিধর দে (Giridhar Dey)
সৌজন্যে: বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র
#Jashimuddin #asmani #banglapoetry #booklovers #jasimuddin #sojonbadiyarghat #tambulkhana #giridhardey #BDCS #fypviralシ #fypシ゚ #childhoodbooks #ChildhoodPoetry #nostalgia #truebasedpoetry #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজেগিরিধর #আসমানী #জসীমউদ্দীন #কবিতা

0 মন্তব্যসমূহ