তামিল সিনেমার রাজা থালাপথি বিজয়ের সর্বশেষ মুভির ঘোষণা চলে আসল। এরপর থেকে তিনি হয়তোবা আর কোন ফিল্ম করবেন না। 💔
থালাপথি বিজয়ের সর্বশেষ সিনেমার ডিরেক্টর হিসেবে থাকছে এইচ ভিনোথ ও মিউজিকে থাকছে রকস্টার অনিরুদ্ধ।থালাপথি বিজয় আন্নার সর্বশেষ মুভিটি আগামী বছর অক্টোবরে রিলিজ হবে। সর্বশেষ মারসালের পরে থালাপথি বিজয়ের কোন মুভি পজেটিভ রিভিউ পায় না তাও দুর্দান্ত বিজনেস করেছে আশাবাদী সর্বশেষ মুভিটা শুধু বক্স অফিসে কাপাবে না সব ক্রিটিকস এবং অডিয়েন্সদের কাছ থেকেও পজেটিভ রিভিউ পাবে।
উল্লেখ্য যে এই সিনেমা করার পর থালাপথি বিজয় রাজনীতিতে পুরোপুরি মনোযোগী হবেন। নিজেকে আর্তের সেবায় বিনাস্বার্থে নিয়োজিত করবেন। তবে এটা সত্য ইন্ডিয়াতে আরেকটা বিজয় আসবে না। আর এমন কোন সুপারস্টার ও আসবে না যে শুধু মানুষের সেবা করার জন্য ক্যারিয়ারের পিক টাইমে ফিল্মি বিরতিতে চলে যাচ্ছেন। যাইহোক ভালো থাকুক এবং রাজনীতিতেও সফল হোক এই প্রত্যাশাই রইল। তবে পারটাইম মুভি করলেও খুশি হতাম একেবারে ছেড়ে না দিয়ে। দেখা যাক অল দ্যা বেস্ট। ❤️
0 মন্তব্যসমূহ