বিষয় : Traffic Congestion এর সম্ভাব্য সমাধানের উপায় । (Part - 1)
ঢাকা শহরে থাইক্কা আমার ধম ফুরাইতেছে
লাল, সবুজ বাত্তির পিছন ঘুইর্যা আমার আশা ফুরাইতেছে, বিড়ম্বনা বাড়তেছে!
হ্যা, বলছি ট্রাফিক জ্যামের কথা ! নগরবাসীদের জীবনে এক মূর্তিমান আতংকের নাম। মূল্যমান কর্মঘন্টার অপচয়, আতংক এবং বিড়ম্বনার নাম যানজট । যানজটের সমস্যা নানাবিধ। সম্ভাব্য কিছু সমাধান বা সংস্কার তুলে ধরা হলো :
১. Extensive Mass Transport:
প্রচলিত Mass পরিবহন ব্যবস্থায় আমুল পরিবহন আনতে হবে। যেমন: ঢাকার মোট এরিয়ায় রাস্তা রয়েছে ৭.৫% ,যা থাকার কথা ২৫% । এ স্বল্পতম রাস্তায় ৪০ জন ধারন ক্ষমতার বা তারও কম পরিবহনগুলো মারাত্মকভাবে রাস্তা দখল করছে ও Traffic congestion তৈরী করছে । তাছাড়া ছোট পরিবহনে overflowing যাএী বহনের কারনে যাএীদের মানসিক ও শারীরিক অস্বস্তি প্রকাশ পাচ্ছে। তাই বড় পরিসরের খোলামেলা পরিবহনের ব্যবস্থা করতে হবে। অন্যদিকে, সীমিত রাস্তায় Maximum utilize এর জন্য Mass পরিবহনে আধুনিক সুবিধা সম্বলিত Biz Zone ব্যবস্থা রাখলে Private বাহন ব্যবহার করে এমন কর্মকর্তা ও ব্যবসায়িকবৃন্দ যাতায়াত করলে রাস্তায় অযাচিত পরিবহনের আধিক্য ও Trafrfic Congestion কমাতে ভূমিকা রাখবে।
২. U Turn কমিয়ে আনা :
শহরে অপ্রয়োজনীয় U- Turn ব্যবস্থার সংখ্যাধিক্য লক্ষ্যনিয়। চালক ও যা্এীরা সময় বাচানো আবার Short- Cut এর জন্য যএতএ U -Turn ব্যবহার করে । যার ফলে, যান চলাচলে বিঘ্ন ঘটায়। গুরুত্বপূর্ন U -Turn গুলো চালু রেখে বাকীগুলো বন্ধ করা যেতে পারে ।
৩. থানা ভিওিক বাজার ব্যবস্থা :
থানা বা ওয়ার্ড ভিওিক বাজার (কাচাবাজার, মৎস্য বাজার, নিত্যপ্রয়োজনীয় বাজার) ব্যবস্থা তৈরী করা গেলে; ফুটপাথ দখল করে দোকানপাট, রাস্তার পাশে দোকান – এ গুলো দূর করা যাবে ।
৪. কঠোর ট্রাফিক আইন :
কঠোর ট্রাফিক আইনই অন্যতম প্রন্থা ট্রাফিক Congestion কমানোর । গুরুত্বপূর্ন সড়কে যেমন: শাহবাগ, শেরাটন ক্রসিং,সাইন্স ল্যাবরেটরি, মিরপুর ১০, প্রভৃতি সড়কগুলোতে VIP Movement লেগেই থাকে । জনগনের রাস্তা বন্ধ করে তাদের Priority Movement করা যাবে না । প্রধান গুরুত্বপূর্ন সড়কগুলোতে যৌথ টিম কাজ করতে হবে যেমন : পথচারী নিয়স্ত্রনে স্বেচ্ছাসেবক টিম, আইন ভঙ্গকারীদের জন্য পুলিশ, Transport Run- Stop করানোর জন্য Traffic Police.
৫. প্রাথমিক শিক্ষায় ও মসজিদ মন্দিরে অর্ন্তভুক্তকরণ :
যেকোনো সমস্যা সমাধানে জনমানুষের সচেতনতামূলক অন্তভূক্তি গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে । Traffic Congestion জনজীবনের প্রধান সমস্যাগুলোর অন্যতম । প্রাথমিক শিক্ষায় এর পাঠদান এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোয় যানজটের আইন সম্পকে মাসিক আলোকপাত জনগনকে সঠিক নিয়ম পালনে উদ্বদ্ধ করবে ।
মো: খলিলুর রহমান জনি।
Join us: আওয়াজ তোলো - Bangladesh 2.0

0 মন্তব্যসমূহ