গাযার সরকারী নূন্যতম বিয়ের বয়সঃ
ছেলে - ১৮
মেয়ে - ১৭
তবে আবেদন করে এর আগেও বিয়ে করা যায়। গাজার ৩৭% মেয়ের ১৮ বছরের আগে বিয়ে হয়। ১৫ বছরে বিয়ে হয় ৫% এর।
যুদ্ধ শুরুর পর কোনো নিয়মকানুন আর নেই। যুদ্ধ শুরুর আগে এভারেজ দেনমোহর ছিলো $5,000 (যা সাধারণতঃ পাত্রের বাবা-মা পরিশোধ করতো, অন্ততঃ বড় অংশ)।
কিন্তু এখন কী অবস্থা দেখেছেন? পুরো বিয়ের খরচ মিলে দুইশো ডলার হবে না। কুফু মেলানো নিয়ে চেঁচামেচি নেই, নেই মাহর নিয়ে দরকষাকষি। অ্যাপার্টমেন্টের শর্ত নেই, তাবুই ঘরবাড়ী।
পরের জেনারশনকে বড় করাই এখন সবার প্রায়োরিটি।
"যুদ্ধ একজন বালককে পুরুষ বানায়, আর সেই যুদ্ধেই কেবল পুরুষের যথাযথ মুল্যায়ন হয়"
0 মন্তব্যসমূহ