মহাপবিত্র জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা শুনেই বিগ্রেডিয়ার আযমী কে গালি না দিয়ে (অন্তত গুগল সার্চ করে হলেও) পড়া শোনা করুন যে: ১: “আমার সোনার বাংলা” গানটি কখন, কাদের মাধ্যমে, কোন কনটেক্সটে লেখা এবং এই কনটেক্সটে বাঙালি মুসলমানরা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে? ২: এপার বাংলার মুসলমানদের জন্য কেন বঙ্গভঙ্গ ছিলো স্বাধীনতা লাভের মতো। ৩: কারা চায়নি যে মুসলমানরা এভাবে এত বড় ভূখণ্ড পেয়ে স্বনির্ভর হয়ে যাক? তাদের মতাদর্শ কি কট্টরপন্থী হিন্দুত্ববাদ? ৪: ব্রিটিশদের ভালোবাসা পাওয়া হিন্দু মেজরিটি জমিদারদের আমলে সামাজিক সাম্য অধিকার ও সরকারি চাকরির জন্য বঙ্গবঙ্গ কেন অতীব দরকারি ছিলো? ৫: বঙ্গভঙ্গ রদে রবী ঠাকুর সহ আর কারা কঠোর বিরোধিতা করেছিল ও তখনই “আমার সোনার বাংলা” এর জন্ম দিয়েছিল? ৬: মুসলমানদের স্বার্থের বিপরীতে তথা বঙ্গভঙ্গ রদে ব্যবহৃত একটা গান কিভাবে ৭১ এ আমাদের জাতীয় সংগীত হলো এবং কিজন্য এই সংগীত পরিবর্তন করার কথা বললে সো-কল্ড মুসলমান রা ক্ষেপে যায় যেখানে ধর্মের সমালোচনা করা বাক স্বাধীনতা? বিজ্ঞান না বুঝে আইনস্টাইন এর কথা শুনলে যেমন তাঁকে পাগল মনে হবে তেমনি, ইতিহাস না পরে ও ইতিহাসের ঐতিহাসিক ঘটনাবলীর গুরুত্ব না জেনে থাকলে ইতিহাস জানা মানুষদের কথা শুনলে তাঁকে পাগলই মনে হবে। অনুরোধ থাকবে ফাঁকা কলসির মতো ঘেউ ঘেউ না করে “বঙ্গভঙ্গ রদ কি ও এতে কাদের লাভ হয়েছে ও “আমার সোনার বাংলা” গানটা মুসলমানদের স্বার্থ বিরোধী বঙ্গভঙ্গ রদে কিভাবে জন্ম লাভ করেছে” তা নিয়ে পড়াশোনা করার। তখন বিগ্রেডিয়ার আজমিকে গালি না দিয়ে তার প্রশংসা করবেন। শেষ কথা হচ্ছে বাক ও ফাক স্বাধীনতায় বিশ্বাসী কমরেডরা ইসলাম ও মুহাম্মদ সাঃ কে নিয়ে গলগালাজ করলে সেটা গণতান্ত্রিক অধিকার ও বাক স্বাধীনতা, কিন্তু আযমী তার গণতান্ত্রিক অধিকার ব্যবহার করে কিছু বলতে পারবে না? না পারার কারণ কি ওনার সাথে জামাতের সংযুক্তি? কথাগুলো যেনতেন কেউ বলেননি, বলেছেন সেনাবাহিনীর অন্যতম চৌকস অফিসার ব্রিগেডিয়ার জেনারেল আযমি স্যার। #MdIsmailHossainbd