২০২৪ সালে এসেও একা একটা লোক ২০-৩০ জনকে মেরে হুতিয়ে ফেলতেসে এগুলা দেখতে হচ্ছে। আচ্ছা এটা মেনে নিলাম সে পুরুষ তাই পেরেছে কিন্তু একটা মেয়ে কিভাবে ৫টা হাতির মতো লোকেরে মেরে হুতিয়ে ফেলে? ঠিক এসব লজিক ছাড়া ব্যাপার স্যাপারের জন্যই ইন্ডিয়ান সিনেমা বিশেষ করে সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখা বাদ দিয়েছি। হঠাৎ এই মুভির একটা রিভিউ চোখে পড়লো রিভিউদাতা লিখলো " একটা পরিবারের ভয়ংকর প্রতিশোধ যা দেখে আপনার ৩ দিন টয়লেট যাওয়া বন্ধ হয়ে যাবে " (মজা করে লিখলাম)। এরকম রিভিউ দেখে আর সিনেমার পোস্টার দেখে ভাবলাম হয়তো হঠাৎ একটা পরিবার কোন অ*কারেন্স করে ফেলেছে তারপর সেটাকে বুদ্ধির মাধ্যমে ডিফেন্ড করবে টান টান থ্রিল থাকবে। জাস্ট লাইক Drishyam.. খুব আশা নিয়ে দেখতে বসেছিলাম কিন্তু এসব কি দেখালো? ওই লজিক ছাড়া ঘুসাঘুসি আর পরিচিত সাউথ ইন্ডিয়ান গল্প। ধানুষ না থাকলে মেইবি পুরো মুভিটাই দেখতাম না। ধানুষ এর অভিনয়টাই পুরোটা সময় টানলো কিন্তু মুভিতে একি অবস্থা যে যেভাবে পারছে ওপেনলি খু*ন করতেসে কোন দায় নাই। বিশেষ করে একজন মানুষ একা ২০-৩০ জনকে পিডাইয়া তক্তা বানিয়ে ফেলছে তাও কাঠির মতো চিকন হাত দিয়ে কিভাবে ভাই কিভাবে? একসময় Maari ভালো লাগতো তখন বয়স কম ছিল কিন্তু এখন এই ২০২৪ এ এগুলো কিভাবে? এই আজগুবি পিডাপিডির জন্যই ইন্ডিয়ান মুভি দেখা বাদ দিয়েছি। mmm এই রিভিউদাতা গুলো অতি অতিরঞ্জিত। এরা আরেকটা ইন্ডাস্ট্রি নিয়েও এমন অতিরঞ্জিত রিভিউ লিখে সেটা হচ্ছে ইন্দোনেশিনান মুভি। ইন্দোনেশিয়ান মুভি নিয়ে এরা রিভিউ লিখে " এই মুভি দেখলে আপনার কলিজা হাতে চলে এসে চিতকার করে কাদবে। সাহস থাকলে এই মুভি দেখুন " টাইপ রিভিউ দেয় এরা ইন্দোনেশিয়ান মুভি নিয়ে তারপর মুভি দেখতে গিয়ে দেখি ১০০ মিনিটের মুভিতে ৯৫ মিনিট নরমাল আর বাকি ৫ মিনিট হরর তাও খুবই সিম্পল। বহুদিন পর খুব আশা নিয়ে ২টা সাউথ ইন্ডিয়ান মুভি ডাউনলোড দিয়েছিলাম। Raayan & Golam.. Raayan তো পুরাই হতাশ করলো জানি না Golam কেমন লাগবে। তবে আবার ইন্ডিয়ান সিনেমা থেকে বিরতি নিলাম। এরা যেদিন এমন আজগুবি পিডাপিডি ছাড়া Iratta,Mumbai Police,Ratsasan & Anjam Pathira টাইপের মুভি বানাবে সেদিন দেখবো। mmm বি:দ্র: ধানুষের ফ্যান অথবা সাউথ ইন্ডিয়ান মুভির ফ্যানরা হয়তো আমাকে খুব পচাবেন কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাববেন ২০২৪ এ এমন লজিক ছাড়া পিডাপিডা কতটা মানায়? Movie: Raayan Director : Dhanush ( লে ছক্কা) ✍️ আলিফ খান